ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জুন ৫, ২০১৯
সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ: দিনভর কখনও ধীরগতি আবার কখনও থেমে থেমে যানজটের পর সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। 

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার আগে থেকে যানবাহনের চাপ কিছুটা কমে যাওয়ায় গতি সঞ্চার হয় এ মহাসড়কে।  

এরআগে দুর্ভোগের মহাসড়ক খ্যাত এ রুটে সকাল থেকেই কখনও ধীরগতিতে আবার কখনও স্বল্প সময়ের যানজট সৃষ্টি হয়েছে।

তবে কোথাও দীর্ঘ যানজটের কবলে পড়তে হয়নি ঈদে ঘরে ফেরা মানুষকে।

এদিকে নলকা মোড় ও হাটিকুমরুল এলাকায় পরিবহন শ্রমিক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৮ কিলোমিটার ও বগুড়া মহাসড়কে আরও ৭ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলাচল করে গাড়ি। কখনও কখনও ছোটখাটো যানজটও দেখা দিয়েছে। তবে পুলিশের প্রচেষ্টা যানজট নিরসন হয়েছে অল্প সময়ে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বলেন, দিনভর গাড়ির প্রচুর চাপ ছিল। সন্ধ্যার আগে থেকে চাপ কিছুটা কমতে থাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।