মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার আগে থেকে যানবাহনের চাপ কিছুটা কমে যাওয়ায় গতি সঞ্চার হয় এ মহাসড়কে।
এরআগে দুর্ভোগের মহাসড়ক খ্যাত এ রুটে সকাল থেকেই কখনও ধীরগতিতে আবার কখনও স্বল্প সময়ের যানজট সৃষ্টি হয়েছে।
এদিকে নলকা মোড় ও হাটিকুমরুল এলাকায় পরিবহন শ্রমিক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৮ কিলোমিটার ও বগুড়া মহাসড়কে আরও ৭ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলাচল করে গাড়ি। কখনও কখনও ছোটখাটো যানজটও দেখা দিয়েছে। তবে পুলিশের প্রচেষ্টা যানজট নিরসন হয়েছে অল্প সময়ে।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বলেন, দিনভর গাড়ির প্রচুর চাপ ছিল। সন্ধ্যার আগে থেকে চাপ কিছুটা কমতে থাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
জিপি