ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসি মাংসে রং মিশিয়ে বিক্রি, গুনতে হলো জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ৩১, ২০১৯
বাসি মাংসে রং মিশিয়ে বিক্রি, গুনতে হলো জরিমানা

সাভার (ঢাকা): সাভারের কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃত্রিম রং মিশিয়ে ২-৩ দিনের বাসি গরুর মাংস বিক্রির অভিযোগে এক দোকানিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর হোসেনের নেতৃত্বে ভেজালবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

মনজুর হোসেন বাংলানিউজকে বলেন, দুই থেকে তিনদিন আগের মাংসে তাজা রক্তের মতো কৃত্রিম রং মিশিয়ে গরুর মাংস বিক্রি করছে।

এমন অভিযোগের ভিত্তিতে সাভারের স্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় ‘মিঠু মিয়া গোস্ত বিতান’ নামে এক মাংসের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে রংয়ের প্যাকেট ও কয়েকদিন আগের বাসি গরুর মাংস পাওয়া যায়। পরে মাংস ব্যবসায়ী মিঠু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, এখানকার কিছু কিছু দোকানে গরুর মাংসের সঙ্গে মহিষের মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এমনকি ভারতীয় মহিষের মাংস মাঝে মধ্যে গরুর মাংস বলেও বিক্রি করছিলেন তারা।

আগামীতে এ অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ৩১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad