ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ২৯, ২০১৯
চৌদ্দগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার (২৯ মে) ভোররাতে উপজেলার পৌর এলাকার নাটাপাড়ায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে রুবেল ও মৃত আলী আহমদের ছেলে সেলিম মিয়া।

আরও পড়ুন>>>সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ দস্যু নিহত

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার নাটাপাড়ার একটি বাগানে অবস্থান নেন টহলরত বিজিবি সদস্যরা। ওই সময় তাদের লক্ষ্য করে মাদক চোরাকারবারীরা গুলি ছোড়ে।

পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক বিক্রেতা আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লার চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজিবি জানায়, নিহতদের ময়নাতদন্তের জন্য  মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

নিহত দুই মাদক বিক্রেতার কাছে ২ হাজার ১৫৫ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান বিজিবির কর্মকর্তা মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।