ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের হামলায় আইনজীবী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, মে ২৭, ২০১৯
দুর্বৃত্তের হামলায় আইনজীবী নিহত নিহত আবিদা সুলতানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় দুর্বৃত্তদের হামলায় আবিদা সুলতানা নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

রোববার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কাঠাঁলতলী এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে৷

নিহত আবিদা একই এলাকার মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য বলে জানা গেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে সন্ধ্যায় মৌলভীবাজার থেকে বাড়িতে ইফতারি নিয়ে আসেন আবিদা। এরপর রাত ১০টার দিকে ভাড়াটিয়ার বাসায় গেলে কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে সেখানেই তাকে পিটিয়ে মারা হয়। ওই ভাড়া বাসার দু’জন নারীকে আটক করা হয়েছে। বাসার পুরুষ ব্যক্তি পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত নারীদের একজন ওই পলাতক ব্যক্তির মা এবং আরেকজন তার স্ত্রী।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিহত নারীর মাথায়, গলার বাম পাশে এবং থুঁতনিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, তার গলায় ওড়না পেঁচিয়ে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিহতের সঙ্গে স্থানীয়দের জমিজমা নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত ৩টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।