ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরায় চুরির মামলায় নারীসহ গ্রেফতার ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মে ২৭, ২০১৯
উত্তরায় চুরির মামলায় নারীসহ গ্রেফতার ৫ গ্রেপ্তার তন্নি আক্তার ওরফে তানিয়া

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে ১৩টি চুরি মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতার ৫ জনের মধ্যে ২ জন নারী সদস্য।

রোবববার (২৬ মে) দিনগত রাত ১১ টার দিকে উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গাড়িসহ তাদেরকে আটক করে।

গুলশান জোনের গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি গোলাম সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উত্তরা এলাকা থেকে প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

এই ৫ জন হচ্ছে একটি চক্র, তারা রাজধানীর বিভিন্ন জায়গায় সুকৌশলে মানুষের বাসায় প্রবেশ করে স্বর্ণ ও নগদ টাকা চুরি করে থাকে।

উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ অর্থতিনি আরো জানান, তন্নী আক্তার ওরফে তানিয়া, তার বিরুদ্ধেই রাজধানীর বিভিন্ন থানায় ১১টি চুরির মামলা রয়েছে। বাকি চারজনের নাম হলো আফসানা, আসিফ, ড্রাইভার কালাম, ও রায়হান।

তন্নী বিভিন্ন সময় অনেক ছদ্মনাম ব্যবহার করে থাকে। প্রাইভেটকারটি জব্দসহ পাঁচ আসামি গোয়েন্দা পুলিশ হেফাজতে আছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১ ভরি স্বর্ণ ও নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এজেডএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।