bangla news

পলাশবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৫ ৬:০৮:৩৬ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে পল্লী বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামারজামিরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আসাদুল ইসলাম জেলার সাঘাটা উপজেলার জুম্মারবাড়ী এলাকার বাসিন্দা।

আহত তিনজনের মধ্যে সাইফুল ও শামীমের নাম জানা গেছে। তাদের সবার বাড়ি জুম্মারবাড়ি এলাকায়।

স্থানীয়রা জানান, দুপুরে খামারজামিরা গ্রামে আসাদুল ও তার তিন সহযোগী পল্লী বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার তিন সহযোগী। তাদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান চট্টু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   বিদ্যুৎস্পৃষ্ট গাইবান্ধা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-05-25 18:08:36