ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মামলা করে উল্টো হয়রানির শিকার বাদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
মামলা করে উল্টো হয়রানির শিকার বাদী মামলার বাদী আক্কু মিয়ার সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে হত্যা মামলা করে উল্টো হয়রানির শিকার হচ্ছেন মামলার বাদী, তার পরিবার ও সাক্ষীরা।

মামলা তুলে নেয়ার জন্য নানান ধরনের হুমকি ছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও অভিযোগ করেছেন মামলার বাদী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মামলার বাদী আকু মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী আকু মোল্লা জানান, ২০১৮ সালের ২ নভেম্বর খুব ভোরে তার ছেলে জসিম মোল্লা আসামিদের ঘেরের পাশ দিয়ে হেঁটে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে অবৈধভাবে দিয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জসিম। এ ঘটনায় মো. নাসিম মোল্লাকে প্রধান আসামি করে ৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরো জানান, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় মামলাটির বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। সাক্ষীরাও সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন। যে কারণে তিনি মামলাটি গোপালগঞ্জ জেলা আদালত থেকে অন্য কোনো জেলা আদালতে বদলি করার আবেদন জানিয়েছেন। তাহলে হয়তো তিনি তার ছেলে হত্যার বিচার পেতে পারেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।