bangla news

শপথ নিলেন বিএনপির আরও ৪ এমপি, বাকি রইলেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-২৯ ৫:৫৭:৩৭ পিএম
বিএনপির চার সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ছবি: বাংলানিউজ

বিএনপির চার সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ছবি: বাংলানিউজ

ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত আরো চারজন সংসদ সদস্য। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার শেষ সময় সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টা। এই সময়ের মধ্যে শপথ নিতে বাকি থাকলেন কেবল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত বিএনপির চার সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

এদিন শপথ নিলেন, বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুন অর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঁইয়া।

শপথ শেষে মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, দলীয় সিদ্ধান্ত নিয়েই আমরা শপথ নিয়েছি।

এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান এবং সুলতান মোহাম্মদ মনসুর।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসকে/এএ

ক্লিক করুন, আরো পড়ুন :   বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-29 17:57:37