ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় দগ্ধ শিশুর পরে মারা গেলেন মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, এপ্রিল ৮, ২০১৯
ফতুল্লায় দগ্ধ শিশুর পরে মারা গেলেন মা

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু সাফওয়ানের পর তার মা ফাতেমা বেগমেরও মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়।

এর আগে রোববার (৭ এপ্রিল) দিনগত রাতে তার শিশু সন্তান সাফওয়ানের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগুনে ফাতেমা শরীরের ৯৪ শতাংশ পোড়া ছিলো।

বাকি দু’জনের শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে ফারিয়া ৯০ শতাংশ এবং রাফি ৯৮ পুড়ে গেছে।

এর আগে শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ওই বাসায় এ ঘটনাটি ঘটে। রাত পৌনে ১০টার দিকে চারজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ফাতেমার দুই শিশুসন্তান এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা হলো- ফারিয়া (৯) ও রাফি (১১)।

সাফওয়ান স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং ফারিয়া পঞ্চম শ্রেণির ছাত্রী। ফাতেমার স্বামী আব্দুর রহিম ঘটনার সময় বাসায় ছিলেন না। তিনি কর্মস্থলে ছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।