ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে ট্রাক উল্টে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৯, মার্চ ১৮, ২০১৯
অষ্টগ্রামে ট্রাক উল্টে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ট্রাক উল্টে মো. আসিক (১২) নামে এক স্কুলছাত্রে মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নির্মাণাধীন অষ্টগ্রাম-মিটামইন মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসিক উপজেলার কলিমপুর গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে।

সে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, আসিকের পরিবার অষ্টগ্রামের গোলাপিপাড়ায় ভাড়া থাকেন। বিকেলে আসিক ও তার এক বন্ধু মিলে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ট্রাকে চড়ে ভুট্টা আনতে যাচ্ছিলো। পথে ওই মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আসিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাক ও চালক হিমেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।