ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগৈলঝাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
আগৈলঝাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ দুর্ঘটনাকবলিত বাস। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আগৈলঝাড়ার-পয়সারহাট আঞ্চলিক সড়কের ফুল্লশ্রী বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি গোল্ডেন লাইন পরিবহনের বাস সকালে আগৈলঝাড়ার-পয়সারহাট আঞ্চলিক সড়কের ফুল্লশ্রী এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।

এতে নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশের হাসপাতালে নিয়ে যান।

বাংলা‌দেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।