মুন্সীগঞ্জ: গ্রীস প্রবাসী শিল্পপতি মোশারফ হোসেন হত্যাকাণ্ডে জড়িত ভাড়াটে খুনী নাসিরউদ্দিন মিঠুকে (২৫) মঙ্গলবার বিকেলে ঢাকার যাত্রাবাড়ির একটি হোটেল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সন্ত্রাসী মিঠুর বিরুদ্ধে যাত্রাবাড়ি ও সুত্রাপুরসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, মোবাইল ফোনে কল ট্রাকিং করে যাত্রাবাড়ির হোটেল থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট মুন্সীগঞ্জ শহরের লিচুতলাস্থ নতুন বাসস্টান্ডে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে মোশারফ হোসেন নিহত হন। সে ঢাকা থেকে মুন্সীগঞ্জের শ্বশুরবাড়িতে এসেছিলেন।
এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মোশারফ হত্যা মামলায় পুলিশ এর আগে মোশারফের স্ত্রী রেশমা ও অপর সন্ত্রাসী বগা ফারুককে গ্রেপ্তার করেছে। পুলিশ এই ঘটনার মূলহোতা মোশারফের সৎ ভাই বেলায়েত হোসেনকে খুঁজছে।
বাংলাদেশ সময়:২০৪০ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০