ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ বাস চলাচল বন্ধ। বাংলানিউজ ফাইল ছবি

কিশোরগঞ্জ: বেতন বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের একাংশের কর্মবিরতি চলছে। ফলে কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় বাস শ্রমিকরা।  

এর ফলে, সকাল থেকে কিশোরগঞ্জ আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে গাজীপুর হয়ে ঢাকার মহাখালীর উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।

তবে শহরের বত্রিশ বাসস্ট্যান্ড থেকে ভৈরব হয়ে ঢাকার সায়েদাবাদে কিছু কিছু বাস চলাচল করছে।  

শ্রমিকরা অভিযোগ করেছেন, মালিকরা যাত্রীদের ভাড়া বাড়ালেও শ্রমিকদের বেতন বাড়ায়নি। শুধু তাই নয়, সামান্য অজুহাতে শ্রমিকদের মোটা অংকের জরিমানাও করা হয়। তিন বছর ধরে তারা দাবি জানিয়ে এলেও মালিকরা তাতে সাড়া দিচ্ছেননা। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতি পালন করছেন।  

আজকের মধ্যে দাবি মানা না হলে আগামী সাতদিন পর লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে শ্রমিক নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম বাংলানিউজকে জানান, বেতন বৃদ্ধির দাবি জানানোর পরও মালিকরা শ্রমিকদের বেতন বাড়াচ্ছেন না। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাধ্য হয়েই কর্মবিরতি পালন করতে হচ্ছে। দাবি মানা না হলে এক সপ্তাহ পর লাগাতার কর্মবিরতি পালন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।