কুমিল্লা: কুমিল্লা সদর রসুলপুর রেলওয়ে স্টেশনের কাছে বুধবার দুপুরে যাত্রীবাহী ট্রেন জালালাবাদের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
এতে বিভিন্ন রেলওয়ে স্টেশনে ৩টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে জালালাবাদ যাত্রীবাহী ট্রেনটির লাইনচ্যূতির ঘটনা ঘটেছে বলে কর্র্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার হামিদ বাংলানিউজকে জানান, জালালাবাদ যাত্রীবাহী ট্রেনটি সিলেট থেকে আখাউড়া হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল।
পথিমধ্যে কুমিল্লার রাজাপুর রেল স্টেশন পার হয়ে সদর রসুলপুর রেওয়ে স্টেশনের আওটারে এলে ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যূত হলে বগিটি পড়ে যায়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয় নি।
তিনি জানান, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর কুমিল্লার সদর রসুলপুর রেলওয়ে স্টেশনের কাছে পাথরবাহী একটি ট্রেনের ৪টি চাকা লাইনচ্যূত হয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১