ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতীয় হাইকমিশনারকে বিদায়ী সংবর্ধনা দিলো বসুন্ধরা গ্রুপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ভারতীয় হাইকমিশনারকে বিদায়ী সংবর্ধনা দিলো বসুন্ধরা গ্রুপ ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনভীরসহ গ্রুপের অন্য সদস্যরা/ছবি: বাদল

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে বিদায়ী সংবর্ধনা দিলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

শুক্রবার (৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।  

ভারতীয় হাইকমিশনারের জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতিবিদ, মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক, কূটনীতিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হোটেল ওয়েস্টিনে ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, কো-চেয়ারম্যান সাদাত সোবহান, ব্যবস্থাপনা পরিচালকের ছেলে আহমেদ ওয়ালিদ সোবহান ও কো-চেয়ারম্যান সাদাত সোবহানের ছেলে আহমেদ ইব্রাহীম সোবহান।  

এসময় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে হাইকমিশনারকে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিগত তিন বছরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিশেষ অগ্রগতি হয়েছে। তিন বছরে দু’দেশের মধ্যে ৯৯টি চুক্তি সম্পন্ন হয়েছে। দু’দেশের মানুষে মানুষে যোগাযোগ বেড়েছে। আগামী দিনেও দু’দেশের মধ্যে সম্পর্ক বাড়বে বলেই প্রত্যাশা।  

বিশিষ্টজনদের সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলাসংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, রেলমন্ত্রী মুজিবুল হক, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধ‍া প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, নেপালের রাষ্ট্রদূত চুপলাল ঘোসাল, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান, সাবেক আইজিপি শহীদুল হক, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, সালাম মুর্শেদী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহিউদ্দিন প্রমুখ।  

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, জাতীয় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মোজাম্মেল বাবু, ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, আতিক উল্লাহ খান মাসুদ, ইশতিয়াক রেজা, শাবান মাহমুদ, মুন্নী সাহা, শাহনাজ মুন্নী প্রমুখ।  

তিন বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তার বিদায় উপলক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করে বসুন্ধরা গ্রুপ।  

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।