ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুবর্ণচরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
সুবর্ণচরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে মজিবুল্যা এরশাদ আলী নামে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মজিবুল্যা এরশাদ ইউনিয়নের ক্যারামতপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাতে বাংলাবাজার থেকে বাড়ি যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত বৃদ্ধ এরশাদ আলীর ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এরশাদ আলী।

নিহত বৃদ্ধের পরিবারের বরাত দিয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার প্রতিবেশী রহমত উল্যাহ, আজাদ, মাসুদ, মো. সোলায়মান ও মান্নানের নেতৃত্বে কয়েকজন এরশাদের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে মো. ইব্রাহিম বাদী হয়ে ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।