ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, ডিসেম্বর ২৬, ২০১৮
আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আর নেই

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলায় একাধিকবারের বিএনপির সভাপতি ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার (৭০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।

ইদ্রিস আলী উপজেলার বানিয়াজান ইউনিয়নের গাবুরকাঁচ গ্রামের বাসিন্দা ছিলেন।

তার ছেলে ওমর হাসান রুপন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের নামাজে জানাজা বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় গাবুরকাঁচ গ্রামেন নিজ বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হবে। পরে একই গ্রামে গোরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।