[x]
[x]
ঢাকা, বুধবার, ৮ ফাল্গুন ১৪২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

গুলশানে বাসচাপায় প্রাণ গেলো কিশোরীর, আহত বাবা-ভাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-০৮ ৯:৩৫:১১ পিএম
প্রতীকী

প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশানে বাসচাপায় স্কুলছাত্রী ইসরাত জাহান স্নেহা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও ভাই।

শনিবার (৮ ডিমেম্বর) রাত পৌনে ৭টার দিকে গুলশান বাঁশতলা কনফিডেন্স টাওয়ার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

ইসরাত গাজিপুরের শাহাজাহান মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে বনশ্রী প্রজেক্ট এলাকায় থাকতো। সে বনশ্রীতে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, শাহজাহান মিয়া তার মেয়ে ইসরাত ও ছেলে সাহেদকে নিয়ে মোটরসাইকেলে করে তাদের গ্রামের বাড়ি গাজিপুর যাচ্ছিলেন। পথে গুলশান বাঁশতলা কনফিডেন্স টাওয়ারের সামনে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গেলে ওই বাসচাপায় ঘটনাস্থলেই ইসরাতের মৃত্যু হয়। আহত হন শাহজাহানসহ তার আরেক সন্তান সাহেদ। তবে তারা ভাল আছেন।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ ও তার চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি আবু বকর সিদ্দিক।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এজেডএস/এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache