bangla news

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-২৯ ৯:৫৫:৪৮ এএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ওই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা।ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ছবি: বাংলানিউজমাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ বাংলানিউজকে জানান, ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে সকালে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ওই মহাসড়কে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
আরএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   গাজীপুর সড়ক অবরোধ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-11-29 09:55:48