ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরাধিকারের অবর্তমানে মুক্তিযোদ্ধার ভাইবোন ভাতা পাবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
উত্তরাধিকারের অবর্তমানে মুক্তিযোদ্ধার ভাইবোন ভাতা পাবেন

জাতীয় সংসদ ভবন থেকে: মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণের ক্ষেত্রে উত্তরাধিকার হিসেবে স্বামী/স্ত্রী/সন্তান/বাবা বা মায়ের অবর্তমানে মুক্তিযোদ্ধার ভাইবোনকে ভাতা নেওয়ার অধিকার দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮ বিল সংসদে উত্থাপিত হয়েছে। 

এছাড়া নতুন আইনে প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, সশস্ত্র বাহিনীতে কর্মরত ও নিয়মিত আয়ের উৎস থাকা মুক্তিযোদ্ধাদেরও সম্মানীভাতা পাওয়ার অধিকারী হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
 
সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পরে পরীক্ষা করে সংসদে নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
 
বিলে মুক্তিযোদ্ধার সংজ্ঞা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সুবিধাভোগী কারা হবেন, তা স্পষ্ট করা হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টই নিজেদের (ট্রাস্টের) মালিকানাধীন স্থাবর-অস্থাবর সম্পত্তির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা করবে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সম্মানীভাতা, উৎসবভাতাসহ অন্যান্য ভাতা বা সম্মানী দেওয়া হবে।  
 
প্রস্তাবিত আইন অনুযায়ী প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান,  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকে ভাইস চেয়ারম্যান, প্রধানমন্ত্রী মনোনীত চারজন মুক্তিযোদ্ধা এমপি বা উত্তরাধিকারী, অর্থ সচিব, শিল্প সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ট্রাস্ট্রের এমডিকে নিয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্র গঠিত হবে।
 
বিলে এ বোর্ডের পূর্বানুমোদন ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের কোনো স্থাবর সম্পত্তি বিক্রি, হস্তান্তর ও দীর্ঘ মেয়াদী ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রহিত করা হয়েছে।

মালয়েশিয়ায় শ্রমিক হয়রানিতে সংশ্লিষ্টদের শাস্তি
মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালে ২৬ মার্চ  থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে ১৯৭২ সালে জারি করা দ্যা বাংলাদেশ (ফ্রিডম ফাউটারস) ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডার রহিত করে পরিমার্জন ও যুগোপযোগী করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্র আইন প্রণীত হয়। আগের আইনে প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, সশস্ত্র বাহিনীতে কর্মরত সদস্য বা সরকারি পেনশনভোগী বা যাদের নিয়মিত আয়ের উৎস আছে, তারা অন্তর্ভূক্ত না থাকায় তাদের সম্মানীভাতা প্রদান করা সম্ভব হচ্ছিল না। নতুন আইনে সবাইকে অন্তর্ভূক্ত করা হয়েছে। রাষ্ট্রের অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত থাকায় বিল উত্থাপনে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়েছে।

পরামর্শের বিনিময়ে ফি নিতে পারবেন বিজ্ঞানীরা
দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রি সমমান দেয়ার বিল সংসদে


এছাড়াও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরির শর্তাবলি) বিল-২০১৮, কৃষি বিপণন বিল-২০১৮ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন বিল-২০১৮ উত্থাপিত হয়।

এছাড়া চারটি বিলের রিপোর্ট উত্থাপন করা হয়। বিলগুলো হলো-বস্ত্র বিল-২০১৮, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল-২০১৮, যৌতুক নিরোধ বিল-২০১৮ এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮।
 
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসএম/এসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।