ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
আদিতমারীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ গুলিবিদ্ধ শাহ আলম। ছবি বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহ আলম (৩০) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার (২৯ আগস্ট) দিনগত মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

শাহ আলম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা মোহাম্মদপুর এলাকার ছয়ফাল মিয়ার ছেলে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি মাদক বিক্রেতা চক্র মহিষখোচা হয়ে রংপুর যাবে- এমন খবরে মহিষখোচার আয়নারপুল এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে। এতে শাহ আলমের ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের আক্রমণে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চিত্তরঞ্জন আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মাদক বিক্রেতা শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ