ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

নড়াইলে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, আগস্ট ২৯, ২০১৮
নড়াইলে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা

নড়াইল: নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতি থানায় স্কুলছাত্রী সাদিয়া ইসলাম রুম্পাকে অপহরণের অভিযোগে সাতজনের নামে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৯ আগস্ট) দুপুরে এ মামলা দায়ের করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে কালিয়ার বাঐসোনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রুম্পাকে মোটরসাইকেলযোগে বাঐসোনা গ্রামের ছিদ্দিক শিকদারের ছেলে মোরশেদ শিকদারসহ ৬-৭ জন অপহরণ করে। এ ঘটনায় রুম্পার বাবা শেখ কবির হোসেন বাদী হয়ে মোরশেদসহ সাতজনকে আসামি করে কালিয়া উপজেলার নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বাংলানিউজকে বলেন, অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।