ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিচয় মিলেছে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া লেগুনা/ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় নিহতদের মধ্যে ৬ জনের নাম-পরিচয় শনাক্ত করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন, লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের রজুফা বেগম (৫০), শেফালী বেগম (৪৫) ও জামাইদিঘা গ্রামের লগেনা বেগম (৬৫), পাবনার দাশুরিয়া মিরকামারি গ্রামের শাপলা আক্তার (২০), টাঙ্গাইল জেলার গোপালপুরের এলাকার রোকন শেখ (২২)। অন্যদেরও নামপরিচয় জানার চেষ্টা চলছে।



বনপাড়া হাইওয়ে থানার উপ- পরিদর্শক (এসআই ) তরিকুল ইসলাম শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, জানান, দুপুর ১টার দিকেও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রাজ্জাকের মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে উভয় যানের দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় ট্রাক চালককে রাজশাহী ও অন্যান্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।