ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে মাদকবিক্রেতাসহ গ্রেফতার ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
হবিগঞ্জে মাদকবিক্রেতাসহ গ্রেফতার ২২ প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জে মাদকবিক্রেতাসহ ২২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশ। এসময় একজনের কাছ থেকে ২৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) রাত থেকে রোববার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, রোববার ভোরে ২৭ বোতল ফেনসিডিলসহ চুনারুঘাটের মাদকবিক্রেতা মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

মিজানুর উপজেলার গোবরখলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।  

এদিকে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারদের মধ্যে ১৭ জন পরোয়ানাভুক্ত এবং চারজন নিয়মিত মামলার আসামি।  

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আ স ম শামসুর রহমান ভূঞা বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।