ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে প্রধানমন্ত্রী বরাবর সার্ভেয়ারদের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
বরিশালে প্রধানমন্ত্রী বরাবর সার্ভেয়ারদের স্মারকলিপি

বরিশাল: দশম গ্রেড বেতন স্কেল দেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বরিশাল, শাখা।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে সার্ভেয়ারদের পক্ষ থেকে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

সংগঠনের জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, আমরা ইতোমধ্যে তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি।

আমাদের দাবিগুলো হলো- অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়ার/সমমানের পদে) দশম গ্রেড বেতন স্কেল দিতে হবে, বিভিন্ন দফতরে কর্মরত সার্ভেয়ারদের দফতরভেদে কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার/সহকারী জরিপ অফিসার/উপ-সহকারী প্রকৌশলী পদে দ্রুত পদায়নের ব্যবস্থা করতে হবে ও সার্ভেয়ার/সমমানের পদবি পরিবর্তন করে উপ সহকারী প্রকৌশলী (সার্ভে) করতে হবে।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন- সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক, রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফোরকান হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।