ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রুমা-থানচি সড়কে যান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
রুমা-থানচি সড়কে যান চলাচল শুরু বান্দরবানের রুমা-থানচি সড়কের ভাঙা বেইলি ব্রিজ। ছবি: বাংলানিউজ

বান্দরবান: প্রবল বর্ষণে ভেঙে যাওয়া বান্দরবানের রুমা-থানচি সড়কের বেইলি ব্রিজ সংস্কারের পর দুই উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (০৪ আগস্ট) সকাল থেকে ব্রিজটি সংস্কার করার পর রুমা-থানচি সড়কে পুরোদমে যান চলাচল করছে। এতে দুর্ভোগে থাকা দুই উপজেলার বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকদের ভোগান্তি কমেছে।

>>আরও পড়ুন...দু'দিনেও সংস্কার হয়নি রুমা-থানচি সড়কের বেইলি ব্রিজ 

বান্দরবান সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহম্মদ বাংলানিউজকে জানান, সড়ক বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা ভেঙে যাওয়া ব্রিজটি সংস্কার করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

এরআগে, বুধবার (০১ আগস্ট) দুপুরে বান্দরবান-থানচি সড়কের ১১ মাইল এলাকায় ব্রিজটি ভেঙে পড়ে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।