ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: যানবাহনের নিরাপত্তার কারণ দেখিয়ে ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো ঢাকামুখী বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন মোটর মালিক সমিতি। 

শুক্রবার (৩ আগস্ট) জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার বাংলানিউজকে জানান, দিনের বেলায় বাস না চালাতে মালিকরা সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবারও (২ আগস্ট) বাস চলেনি।

শুক্রবারও চলছে না। তবে সন্ধ্যার পর বাস চলাচল স্বাভাবিক থাকবে।  

এর আগে বুধবার (১ আগস্ট) রাতে বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় জেলা পরিবহন মোটর মালিক সমিতি।  

বেপরোয়া বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারাদেশের মতো ময়মনসিংহেও বিক্ষোভ করছে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তাদের আন্দোলনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় জেলা পরিবহন মোটর মালিক সমিতি।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।