ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৮

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
পাথরঘাটায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৮ আহত কয়েকজন। ছবি বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন আহত হয়েছেন। 

রোববার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. সোহরাব হোসেন, শাহদাত মিয়া, লিটন মিয়া, শামছুর রহমান, শহিদুল ইসলাম, জয়নাল মিয়া, আয়নাল হক, ছগির মিয়া, সাব্বির মিয়া, বাদল মিয়া, আব্দুল খালেক, ইব্রাহীম মিয়া, ওবায়দুল হক, মামুন মিয়া, আব্দুল জলিল মিয়া, আব্দুল কাইউম মিয়া, আব্দুল খলিল ও মুছা।

স্থানীয়রা জানান, দক্ষিণ কাঠালতলী গ্রামের আব্দুল খালেক ও সোহরাবের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এ বিরোধের জেরে রোববার সকালে আব্দুল খালেক লোকজন নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের অন্তত ১৮ জন আহত হন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক আনোয়ার উল্লাহ বলেন, আহত ১৮
জনের মধ্যে ছয়জনের মাথায় গুরুতর জখম থাকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম মজুমদার
জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।