ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাভার (ঢাকা): সাভারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে প্রায় পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (২৩ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ পরিদর্শক (এসআই) জামাল বাংলানিউজকে জানান, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি নৈশকোচ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় এলে মহাসড়কে ইউর্টান নেওয়া একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে।

এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের  উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালসহ ঢাকার হাসপাতালগুলোতে পাঠায়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের মধ্যে আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।