ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে ২১৪০০ ইয়াবাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
কক্সবাজারে ২১৪০০ ইয়াবাসহ আটক ৫ ইয়াবাসহ আটক মাদক পাচারকারীরা

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন থেকে ২১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মুহুরী পাড়ায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে এসব ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আটকরা হলেন- যশোরের অভয়নগরের গাজীপুর সভাপাড়া গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে মাসুম সর্দার (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কামালপুর মন্ডলপাড়া গ্রামের মোসলেম মন্ডলের ছেলে বাছিদ রানা প্রকাশ বশির আহম্মেদ রানা (৩৮) ও তার স্ত্রী সুলতানা আক্তার রজনী (৩০), ঢাকার উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ির মৃত চান মিয়ার ছেলে আজিজুল হাকিম (৩৯), এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের পশ্চিম কালিখাপুর গ্রাম দবির নিগামন গ্রামের সাহাব উদ্দিন (২৬)। তাদের কক্সবাজার সদর থানার হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।