ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ২০, ২০১৮
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬ 

ময়মনসিংহ: ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২০ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশের মিডিয়া সেন্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৯ জুন) রাত থেকে জেলার ১২টি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীসহ সদর উপজেলা থেকে ৮ জন, মুক্তাগাছা ২, ফুলবাড়িয়া ৩, ত্রিশাল ৩, ভালুকা ১, গফরগাঁও ৩, গৌরীপুর ২, ঈশ্বরগঞ্জ ৩, নান্দাইল ১, ফুলপুর ৪, হালুয়াঘাট ১ ও ধোবাউড়া ২ জনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ছাড়াও সাজাপ্রাপ্ত ও বিভিন্ন নিয়মিত মামলার আসামি রয়েছেন বলেও এএসআই খাদেমুল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।