ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
ধুনটে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

বগুড়া: বগুড়ার ধুনটে কাড়াইল (স্থানীয় ভাষা) দিয়ে পিটিয়ে জায়েদা বেওয়ার (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।

রোববার (২০ মে) দুপুরে উপজেলার চিকাশী ইউনিয়নের পুরান চিকাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জায়েদা ওই গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ওই গ্রামে অভিযান চালিয়ে ইউসুফ আলীর ছেলে অভিযুক্ত মেহের আলীকে আটক করে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মেহের আলী নিজ বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী দাদী জায়েদার ছেলে আকবরের ছাগল মেহেরের ক্ষেতের ধান খেতে থাকে। মেহের কাড়াইল দিয়ে ছাগলটিকে আঘাত করেন।

উপস্থিত আকবর ছাগলকে মারধরের প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হয়। পরে তারদের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় ছেলে আকবরকে রক্ষায় বৃদ্ধা মা জায়েদা এগিয়ে এলে মেহের ক্ষুব্ধ হয়ে কাড়াইল দিয়ে তাকেও পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে জানান, হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২০, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।