সোমবার (৫ মার্চ) বিকেলে নগর ভবনে ৭ মার্চের জনসভা উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্য নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিবের বক্তব্যের উদ্ধৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক নেতা বলেছেন ‘জাফর ইকবালের উপর হামলা এবং হামলাকারীদের আড়াল করতে চায় সরকার। ’ ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। হামলাকারীদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। এটা সম্প্রদায়িক অপশক্তির কিলিং গ্রুপের সদস্য, এটা টার্গেট অ্যাটাক। আর এই অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি নামে একটি দল।

বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, এসব না করে অপশক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। এসব করে ২০১৪ সালের নির্বাচনে যে ভুল করেছেন সেই ভুলের মাশুল এখনো গুনতে হচ্ছে। কাজেই অপশক্তির মদদ যদি অব্যাহত রাখেন তাহলে আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সমুচিত জবাবে দেবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসএম/এএ