ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

আইসিসিবিতে চলছে টেলিভিশন সম্প্রচার ও যোগাযোগ প্রযুক্তি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, মে ২৩, ২০২৫
আইসিসিবিতে চলছে টেলিভিশন সম্প্রচার ও যোগাযোগ প্রযুক্তি মেলা

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কেবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন (আইসিবিসি) এক্সপো-২০২৫’। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই মেলার আজ শুক্রবার(২৩ মে) ছিল দ্বিতীয় দিন।

আইসিসিবির ২ নম্বর হলের পাশে গতকাল (২২মে) শুরু হওয়া এই মেলা আগামীকাল (২৪ মে) পর্যন্ত চলবে। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশে এই নিয়ে তৃতীয়বারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল।

আজ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গতকালের মত আজও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল। বিভিন্ন স্টলে ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। স্টলে আগত ক্রেতাদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে, একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা হাতের কাছে পেয়ে খুশি ক্রেতারাও।

মেলায় প্রায় ৯৬টি স্টল অংশ নিচ্ছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল, দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পণ্য আমদানিকারকসহ উৎপাদনকারীরা মেলায় অংশ নিচ্ছেন।

কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসাইন সোহেল বলেন, টেলিভিশন মালিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীসহ কেবল অপারেটর, টেকনোলজিভিত্তিক অংশীদার, আমদানিকারক, উৎপাদক এবং বিক্রেতাদের সমন্বয়ে মেলাটির আয়োজন করা হয়েছে। টেলিভিশন মালিকদের আয় বাড়াতে এবং কেবল অপারেটরদের ব্যবসা নিরাপদ রাখার উদ্দেশ্য নিয়ে এই খাতে সম্পূর্ণ ডিজিটাইজেশন করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এই ডিজিটাইজেশন সম্ভব হলে সরকারও তাদের থেকে বিপুল পরিমাণ কর পাবে, যা বছরে প্রায় হাজার কোটি টাকা।

কোয়াব সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন বলেন, এবারের আয়োজনে তাদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া মিলেছে। প্রথমে ১০০টি ইউনিট লক্ষ্যমাত্রা ধরা হলেও পরবর্তীতে কমিয়ে ৮০টি করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ৯৬টি ইউনিট অংশ নিয়েছে।   

ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।