[x]
[x]
ঢাকা, শুক্রবার, ২ অগ্রহায়ণ ১৪২৫, ১৬ নভেম্বর ২০১৮
bangla news

বীরগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-০৯ ২:১৩:২১ পিএম
প্রতীকী

প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দেশ মিতালি এনজিও কার্যালয়ের সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে বীরগঞ্জ-কাহারোল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খানসামা উপজেলার পুলেরহাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৩৮) ও বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মকবুল পানুয়ার ছেলে আরিফ হোসেন (৩২)। 

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আক্কাস আহমেদ বাংলানিউজকে জানান, রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আব্দুল কুদ্দুস। এতে আহত হন আরিফসহ ইজিবাইকের দুই যাত্রী। এ অবস্থায় তাদের উদ্ধার করে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। 

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db