ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাঘা পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী রাজ্জাকের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
বাঘা পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী রাজ্জাকের জয় বিজয়ী বিএনপি প্রার্থী আবদুর রাজ্জাক। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আক্কাস আলীকে হারিয়ে ধানের শীষের প্রার্থী আবদুর রাজ্জাক বেসরকারিভাবে মেয়র জয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চত্বরে জেলা রিটার্নিং অফিসার আতিয়ার রহমান এ ফলাফল ঘোষণা করেন।  

আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলীকে এক হাজার ৫২৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন আবদুর রাজ্জাক।

তিনি পেয়েছেন মোট ১২ হাজার ২২৮ ভোট। আর আক্কাস আলী ১০ হাজার ৭০২ ভোট পেয়েছেন।

এদিকে ফলাফল ঘোষণার সময় উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের বাইরে বিজয়ী প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন তার কর্মী-সমর্থকরা। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকার ১০টি কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দেন পৌরবাসী।  
নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি কেন্দ্রের ৭২টি বুথে ভোট গ্রহণ করা হয়।  

বাঘা পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৮৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ১৭ জন ও ১৩ হাজার ৭৭২ জন নারী ভোটার।

এদিকে সীমানা সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে বাঘা পৌরসভার নির্বাচন হয়নি। ফলে বাঘা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী মেয়র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।  

তার হাত ধরেই তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকার এই পৌরসভা।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।