ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল কাস্টমসে ওষুধ ও সিগারেট জব্দ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বেনাপোল কাস্টমসে ওষুধ ও সিগারেট জব্দ  বেনাপোল কাস্টমসে ওষুধ ও সিগারেট জব্দ 

বেনাপোল (যশোর): বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ ও সিগারেট জব্দ করেছে কাস্টমস সদস্যরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কাস্টমস সদস্যরা ওষুধ ও সিগারেট জব্দ করে।

কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত ফেরত বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগে স্কানিং মেশিনে পরীক্ষার সময় ওষুধ ও সিগারেট পাওয়া যায়।

এসময় ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই যাত্রী। পরে ব্যাগ থেকে ৮ হাজার ২শ’ শলাকা বিদেশি সিগারেট ও ৪ হাজার ৯শ’২০ পিস আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, জব্দ করা মালামাল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এজেডএইচ/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।