ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

লালবাগে জুতার কারখানায় আগুনে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
লালবাগে জুতার কারখানায় আগুনে আহত ৩

ঢাকা: রাজধানীর লালবাগের জেএন শাহ রোডের একটি জুতার কারখানায় রোববার অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।



প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বেলা তিনটার দিকে জেএন শাহ রোডের ১৭১ নম্বর কারখানাটির নিচতলায় আগুন লাগে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় আগুনে গাজী শফিকুল আলম জুয়েল (৩২), আনু মিয়া (৪০) এবং নিতাই মন্ডল (৩৮) অগ্নিদগ্ধ হন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক।

জ্বলন্ত ম্যাচের কাঠি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন আহত শফিকুল আলম জুয়েলের ভাই পায়েল।

লালবাগ ফায়ার সার্ভিস আগুনের ঘটনা সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।

উল্লেখ্য, গত ৩ জুন রাতে পুরনো ঢাকার নিমতলীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুনেগ ১’শ ২৫ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।