ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীমান্তের জিরো লাইন ক্রস করলেই জবাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
সীমান্তের জিরো লাইন ক্রস করলেই জবাব

বান্দরবান: মায়ানমারের রাখাইনের সংঘাতকে ঘিরে কেউ সীমান্তের জিরো লাইন ক্রস করলে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন।

রোববার (২৭ আগস্ট) নাইক্ষ্যংছড়ি-তুমব্রু সীমান্ত পরির্দশন শেষে বান্দরবান বিজিবি ৩৪ ব্যাটালিয়নের ঘুমধুম বিওপিতে মায়ানমার বাহিনী ও সশস্ত্র রোহিঙ্গাদের ইঙ্গিত করে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, কোনো লোক আমাদের সীমান্ত অতিক্রম করতে পারবে না।

আমরা ইনশাআল্লাহ সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত।

সীমান্তে বিজিবির পদক্ষেপ নিয়ে তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত বিজিবি।

এর আগে বিজিবি ডিজি ঘুমধুম সীমান্তের জিরো লাইন পরিদর্শন করেন। মায়ানমারের রাখাইনের সংঘাত থেকে বাঁচতে সেখানে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে রাখাইনে সেনা মোতায়েন করে মায়ানমার সরকার। ঘোষণা দেয় অভিযানের। এরই মধ্যে গ্রামের পর গ্রাম রোহিঙ্গাদের অবরুদ্ধ করে রাখা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।