ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুর প্রেসক্লাবে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
গাজীপুর প্রেসক্লাবে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন গাজীপুর প্রেসক্লাবে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন

গাজীপুর: গাজীপুর প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন চত্বরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, হাতেম আলী, দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক আমজাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহম্মেদ শামীম, দৈনিক মুক্তবলাকার সম্পাদক আলমগীর হোসেন, রুহুল আমিন সজীব, সাংবাদিক রাহিম সরকার, সৈয়দ মোকছেদুল আলম লিটন, নজরুল ইসলাম আজাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।