ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে শহর রক্ষা বাঁধে কাজ করছে সেনাবাহিনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
সৈয়দপুরে শহর রক্ষা বাঁধে কাজ করছে সেনাবাহিনী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভেঙে যাওয়া শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সৈয়দপুর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল করিম।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে বাঁধটি পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ভেঙে যাওয়া বাঁধটির কারণে সৈয়দপুরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।

বাঁধটি নির্মাণে সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। এ কাজে তদারকি ও দেখভাল করার জন্য তিনি সার্বক্ষণিক সেখানে অবস্থান করছেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রবিউল ইসলাম তার সঙ্গে ছিলেন।

উপজেলার বসুনিয়াপাড়া ও পশ্চিম পাটোয়ারীপাড়া অংশে শহর রক্ষা বাঁধটি ধসে যাওয়ায় হু হু করে শহরে পানি প্রবেশ করে এবং গোটা শহর এলাকা প্লাবিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।