ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাশেদ গ্রেফতারে গুলশান হামলার তদন্ত শেষ পর্যায়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
রাশেদ গ্রেফতারে গুলশান হামলার তদন্ত শেষ পর্যায়ে ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম; ছবি-ফাইল ফটো

ঢাকা: নব্য জেএমবির সদস্য আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র্যাশ গ্রেফতার হওয়ার মাধ্যমে হলি আর্টিজান হামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

২৮ জুলাই নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাশকে গ্রেফতারের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মনিরুল ইসলাম বলেন, র্যাশকে গ্রেফতারে গুলশানে মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে। তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা চার্জশিট দাখিল তৈরির কাজ শুরু করবো।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
পিএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।