ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চরফ্যাশনে ৪ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
চরফ্যাশনে ৪ ডাকাত আটক

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌর ৯ নম্বর ওয়ার্ডের কালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ডাকাতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, গত কয়েকদিন থেকে ৯ নং ওয়ার্ডে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গিয়েছিলো। এতে মানুষ অতিষ্ট হয়ে রাত জেগে পাহাড়া দিতে শুরু করেন।
 
একপর্যায়ে শুক্রবার রাতে কালিয়াকান্দি এলাকায় দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
 
৪ জনের মধ্যে একজনের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায় বলে জানা গেছে। তবে বাকীদের নাম পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তাদের কাছ থেকে ৪টি দা উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।