ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
শাহজালালে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া সিগারেট। ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঢাকা কাস্টমস হাউসের সহকারি কমিশনার (প্রিভেনটিভ) আহসানুল কবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে জব্দ হাওয়া সিগারেটগুলো ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এফজেড ৫৮৩ নম্বর ফ্লাইটে দুবাই থেকে আনা হয়েছিল।

কাস্টমসের প্রিভেন্টিভ টিমের উপস্থিতি টের পেয়ে বিদেশি ৩০৩ ব্রান্ডের সিগারেটগুলো বেল্টের উপর রেখে পালিয়ে যায় এক যাত্রী। জব্দ করা সিগারেট গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

তিনি আরও জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধুমপান বিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যাবে না। এছাড়া সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) ফাঁকি দেওয়ার জন্য সিগারেটগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সিগারেটগুলোর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৮,২০১৭
এসজে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।