ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
কটিয়াদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস কটিয়াদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও হাওর থেকে জব্দ করা কারেন্ট ও বেড় জাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম এসব জাল জব্দ করেন।

ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে করগাঁও হাওরে নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৪টি বেড় জাল ও ১৩টি কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা এসব জাল কটিয়াদী বাসস্ট্যান্ডে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।