ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

বরিশাল: বরিশালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ঢালীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক) ব‌রিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

মামলার আসামি আলাউদ্দিন বরিশালের মুলাদী থানাধীন তেরচর গ্রামের বাসিন্দা।

 

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত নায়েক আলাউদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত শেষে আলাউদ্দিনের ৩৫ লাখ ১৮ হাজার ৯৬ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে বলে তথ্য‌ পায়।

বাংলা‌দেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।