ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ৩ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুন ২২, ২০১৭
চাঁদপুরে ৩ ফার্মেসিকে জরিমানা চাঁদপুরে ৩ ফার্মেসিকে জরিমানা

চাঁদপুর: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরা মনি এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিরা মনি বাংলানিউজকে বলেন, বিষ্ণুদী রোডের বন্ধু ফার্মেসিকে ১৫০০ টাকা, মজুমদার ফার্মেসিকে দুই হাজার এবং ডায়াবেটিক হাসপাতালের সামনের ইনসাফ মেডিকেল হলকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এসব প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে আগুনে পোড়ানো হয়। তাদের ড্রাগ লাইসেন্স নবায়ন করার জন্য সময় দিয়ে সতর্ক করে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ঔষধ তত্ত্বাবধায়ক) মৌসুমী আক্তার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।