ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইবি’র শহীদ মিনার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

কুষ্টিয়া: জাতীয় শিক্ষা দিবস-২০১১ অনুষ্ঠানে যোগ দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন এবং ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র বাসভবনের সামনে মন্ত্রীর গার্ড অব অনার শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয় শিক্ষা দিবসের র‌্যালি বের করা হয় ক্যাম্পাসে।



এরপর শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পর্যায়ক্রমে নবনির্মিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্বোধন ও ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর এম আলাউদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় আরো বক্তব্য রাখেন আব্দুল হাই এমপি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।