ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুন ১, ২০১৭
বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে সখি খাতুন (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

নিহত তরুণী মহানগরীর শিরোইল এলাকার ইসহাক আলীর মেয়ে।

বৃহস্পতিবার (০১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর রাজপাড়া থানার বালিয়া শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে। তবে, তার পরিচয় জানা যায়নি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, বিকেলে ছেলেটির সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে যায় মেয়েটি। শহরে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সখি গুরুতর আহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।