ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
ঝালকাঠিতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠিতে আলোচিত কৃষক আব্দুর রব হাওলাদার হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়া চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বুধবার (২৪ মে) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. বজলুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের মো. শহিদ হাওলাদার, পরেশ কাপালী, উত্তর তাঁরাবুনিয়া গ্রামের সাইদুর রহমান দুলাল ও নাজিমুর রহমান মন্টু।

রায় ঘোষণার সময় নাজিমুর রহমান মন্টু ছাড়া বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর বাড়ি থেকে আব্দুর রবকে ডেকে নিয়ে যায় আসামি মো. শহিদ হাওলাদার ও পরেশ কাপালী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  

নিখোঁজের ১৪ দিন পর ২২ অক্টোবর বাড়ির পাশের একটি ডোবা থেকে আব্দুর রবের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আব্দুর রবের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে ওইদিনই রাজাপুর থানায় দু’জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম মোতালেব হোসেন মামলার তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি এম আলম খান কামাল এবং আসামিপক্ষে আব্দুর রশিদ সিকদার।

বাংলা‌দেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ২৪ ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।